আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামে এক শিশু মারা গেছে।
ঘটনাটি ঘটেছে (২৯ মে) রবিবার উপজেলার তালম গ্রামের শিব পাড়াতে। নিহত শিশুটি ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের খামারী আবু তালেব ব্রয়লার মুরগির খামারের চার পাশে জেআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রেখেছিলেন শেয়াল মারার জন্য। তারপর রবিবার ভোর রাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। পরে শিশুটি জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
পরে তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গাতে আবর্জনা দিয়ে ঢেকে রেখেছে। ”
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Please follow and like us: