আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রজত ঘোষ ও সাধারণ সম্পাদক পদে আনন্দ কুমার ঘোষ।
শুক্রবার (২৭মে) বিকালে তাড়াশ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।