আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক বন্ধু।
মঙ্গলবার (০৩ মে) সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৭) উপজেলার পাড়িল গ্রামের আবু বক্কারের ছেলে অপরজন একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে রাকিব (১৬)।
উপজেলার তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু। সন্ধ্যায় তারা ধোপাগাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপর জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।