সিরাজগঞ্জের তাড়াশে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল রবিবার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম মামুন হুসাইন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ , তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম সিদ্দিকী, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, তাড়াশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ম. ম. জর্জিয়াস মিলন রুবেল, সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, প্রভাষক জালাল উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।