আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাএলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ সোবাহান, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদুৎ, উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুস সালাম, ভিপি আছাব আলী কিরন, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান সহ ছাত্রলীগের নেতাকর্মী।