আরিফুল ইসলাম, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আগামী ৫জানুয়ারী সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মেহেদী হাসান ম্যাগনেট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, তিনি মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় শীর্ষে রয়েছেন। রাত দিন প্রচারণায় সময় পার করছেন নৌকা মার্কার এই প্রার্থী।
মাগুরা বিনোদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান আলী বলেন, বর্তমানে নৌকা মার্কার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কারণ ইউনিয়নে যুবক থেকে বৃদ্ধা কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কা জয়ের জন্য কাজ করছে।
নৌকা মার্কার প্রার্থী মেহেদী হাসান ম্যাগনেট বলেন, আমার মার্কা নৌকা। নৌকা মার্কার প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। এই ইউনিয়নের মানুষ সাথে রয়েছেন। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটা উন্নয়নের রোলমডেল হিসেবে উপহার দিবো।