আরিফুল ইসলামঃ
আগামী ৫জানুয়ারী ইউপি নির্বাচনে সিরাজগঞ্জ তাড়াশে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান ম্যাগনেট বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়ে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে পুস্পস্তবক অর্পন করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২ডিসেম্বর) বিকালে গণভবনে বাংলাদেশে আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে তাড়াশ উপজেলার মাগুরা ইউনিয়নে মনোনয়ন তালিকায় মেহেদী হাসান ম্যাগনেটের নাম চূড়ান্ত হয়। মনোনয়ন পেয়ে তিনি আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণ করে বাড়ির উদ্দেশ্য রওনা হন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আলী ফা সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।