সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সম্পর্কে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তাড়াশ পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে অংশ নেয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তাড়াশ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস-উজ-জামান, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফএম কবির, মাগুড়াবিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জাল হোসেন, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক ম.ম জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমূখ।