আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইউনিয়নের নওগাঁ বাজারে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। মিছিল শেষে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠান করেন। এ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির ও ছাত্রলীগের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি বুলবুল আহমেদ মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের অভিনন্দন জানান।
এসময় আলোচনা সভায় নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ দিন পর ছাত্রলীগের এমন কমিটি হওয়ায় আমরা অনেক খুশি । এমন যোগ্য ও সৎ সাহসী ব্যক্তিদের নির্বাচিত করায় আমরা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছি। আমরা আশা করছি, নতুন কমিটি ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী পরিচালনা করবে
প্রসঙ্গত, গত রোববার (২৬ সেপ্টেম্বর ) বুলবুল আহমেদ মিলনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ।