আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাহমুদুল হাসান তুষার মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাড়াশ-রানীহাট রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পেঙ্গুয়ারী বাজারের পার্শে একটি তাল গাছের সাথে তার মোটরসাইকেলে ধাক্কায় তুষারের একটি পা বিছিন্ন হয় ও তার এক সঙ্গী গুরুত্ব আহত হওয়ায় ঘটনাস্থলে তাদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১টা ৩০ মিনিটে মাহমুদুল হাসান তুষার মারা যান।
নিহত তুষার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের আব্দুস ছালাম (ভুট্টো)’র ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের সাথ জরিত ছিলেন। নিহতের পিতা-মাতা ছাড়াও এক ভাই রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
তুষারের মৃত্যুতে উপজেলা ও বারুহাস ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।