আরিফুল ইসলাম,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য বিভাগ কর্তৃক পরিচালিত ওএমএস এর থেকে সুলভ মূল্যে চাল ও আটা ক্রয় করতে পেরে খুশি হয়েছেন দরিদ্র ও দুস্থ মানুষগুলো। গত রোববার (২৫ জুলাই) তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই কর্মসূচি উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম। ওএমএস এর ডিলার ইকবাল হাসান রুবেল, গাজী মনরঞ্জন কর্মকার, তোরাব আলী’র মাধ্যমে করোনাকালীন প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দরিদ্র মানুষের মাঝে বিক্রয় করা হয়। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে চাল ও আটা ক্রয় করতে লাইনে দাঁড়ান দরিদ্র ও দুস্থ মানুষগুলো।
স্থানীয় দরিদ্র মানুষেরা জানান, দেশে করোনার সময়ে সুলভ মূল্যে চাল ও আটা ক্রয় করতে পেরে আমাদের অনেক উপকার হচ্ছে। করোনার সময় আমরা কর্মহীন, বাজার থেকে চাল ক্রয় করতে বেশি মূল্য দিতে হয়। তাই ওএমএস এর থেকে সুলভ মূল্যে চাল ও আটা আমরা ক্রয় করতে সুবিধা হচ্ছে।