নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শার পল্লীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে শাহারুল ইসলাম নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার(১২ নভেম্বর)সকালে উপজেলার মহিষা গ্রামের মাঠে পাকা আমন ধান কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার এ করুণ মৃত্যু হয়।
মৃতঃ শাহারুল মহিষা গ্রামের মোহাম্মদ আলীর মেজো ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান,শাহারুল সহ অনেকে সকালে মাঠে ধান কাটছিলো।ধান কাটার সুবিধা করার জন্য শাহারুল বাঁশ দিয়ে ধান শুয়ে দিচ্ছিলো।হঠ্যাৎ ঔ বাঁশ ধান ক্ষেতের উপর দিয়ে বৈ যাওয়া বিদ্যুৎতের তারে লাগলে সে আক্রান্ত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
তার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
Please follow and like us: