মোঃ আব্দুল আজিজ পাবনা প্রতিনিধিঃ
ফ্রান্সে বিশ্ব মানবতার মুক্তি দূত। মানব জাতির শ্রেষ্ঠ উপদেষ্টা। সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে পাবনা জেলা উলামা পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে ভাঙ্গুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার পৌর সদরের বকুলতলা রেল চত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জানা যায়, ‘ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। এ নিয়ে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ম্যাগাজিনের পক্ষে শক্ত অবস্থান নেন। এ কারণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়েও মুসলিম দেশগুলোতে চলছে সমালোচনার ঝড়। এই অবস্থায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সদর বকুলতলা রেল চত্বরে শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন মুসুল্লিরা। এ সময় মুসুল্লিরা এমন কর্মকাণ্ডের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। এছাড়া মুসুল্লিরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের পণ্য বয়কট করতে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ফ্রান্সের সাথে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানান।