প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয় তার।
নানা আয়োজনে নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়নে সহ সারাদেশে পালিত হচ্ছে এই দিনটি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জামনগর ইউনিয়নে সরকারী প্রথমিক বিদ্যালয় চত্ত্বরে সহ ইউনিয়ন চত্ত্বরে প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোঃ মাসুদ আলী মাস্টার, আহবায়ক জামনগর ইউনিয়ন, মোঃ মাহাতাব আলী মাস্টার অন্যতম আওয়ামীলীগ নেতা, সুমন কুমার সভাপতি বঙ্গবন্ধু সাংসদ ছাত্র ফেডারেশন, মোঃহাবিবুর রহমান হাবু,মাস্টার, বাবু,আসাদুল, সহ
ছাত্রলীগ নেতা ও কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কথা বললে আহবায়ক মাসুদ আলী মাস্টার জানান, বাঙালীর একমাত্র আশার বাতিঘর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জন্মদিনে দেশরত্নের দীর্ঘায়ু কামনা করি।