চাঁপাইনবাবগঞ্জে শহরে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। আজ ২৯সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় শহরে অভিযান চালায়, অভিযানের সময় বিভিন্ন ফুডে অভিযান চালিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বাসি পচা খাবার রাখার দায়ে পাঁচটি ফুডকে ১০হাজার ৫শত টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম জানান, শহরের তদারকি করতে গিয়ে দেখা যায়, বিভিন্ন ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বাসি পচা খাবার ফ্রিজে রাখেন সেইগুলো আমরা জব্দ করে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয় এছাড়া প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।