বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলায় আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রোয়াংছড়ি মাল্টিপারপাস সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টায় কেক কাটা মধ্যেদিয়ে দোয়া মাহফিল ও দীর্ঘায়ু কামনা বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গ সংগঠন সকল নেতা কর্মীরাও কর্মসূচিতে অংশনেন। আয়োজিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা সভা সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ও মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী অঙ্গসহয়োগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।