পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈম হাসানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অফিসার্স ক্লাবের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার প্রমুখ। এ সময় ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: