ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলকে) কেন্দ্র করে সারা বাংলাদেশে জমে উঠেছে জুয়ার আসর। বিভিন্ন চায়ের স্টলে বসে থাকে এই জুয়ার আসর। কিশোর, যুবক ও বৃদ্ধ সবাই এই জুয়া খেলায় ব্যস্ত। রাজশাহী জেলাও এর ব্যতিক্রম নয়।
নওদাপড়া১৭নং ওয়াড ভুগরইল ৭ নং ওয়াড ও বায়া মোড় ৮ নং ওয়াড এলাকায় গিয়ে দেখা যায় চায়ের দোকান ও বিভিন্ন স্থানে চলছে রমরমা জুয়া।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলকে) কেন্দ্র করে প্রতিদিন চলছে প্রায় লাখ লাখ টাকার জুয়া খেলা।
ঐ এলাকায় প্রশাসনের দৃষ্টি কম থাকার কারনে জমে উঠেছে রমরম জুয়া খেলা।বিস্তারিত থাকছে পরের পর্বে
Please follow and like us: