মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শিবচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সীমিত পরিসরে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালীর সভাপত্বিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম নাসিরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, মাদারীপুর জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকী মুন্নি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষ, শিবচর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির খান।
শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ মাদবরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি শ্রাবন আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী, সাধারণ সম্পাদক সৌরব রায়সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দলের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ সক্রিয়ভূমিকা পালন করেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে সর্বোচ্চ। শিবচরে সংগঠনকে এগিয়ে নেওয়ার পেছনে ছাত্রলীগের অনেক অবদান। জাতীয় সংসদের চীফ হুইপের নির্দেশে উপজেলা ছাত্রলীগ সর্বদাই দলের জন্য কাজ করে যাচ্ছে। এমনকি করোনাকালে ছাত্রলীগ অনেক ভূমিকা পালন করেছেন। চীফ হুইপের সার্বিক নির্দেশনায় ছাত্রলীগ সবসময়ই এগিয়ে থাকবে এই কামনা করি।