অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।আজ রবিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এমপি শাওন।
শোক বার্তায় তিনি বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জনাব মাহবুবে আলমের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
আইন অঙ্গনে জনাব মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।