কার কথা কে শোনে বাঘের গাল ভেড়া চাটে।
এলাকার ছিল যারা জ্ঞানী গুণী তাদের সন্তানরা আজ বিমুখি।
সম্ভ্রাপ্ত ছিল যারা তারা আজ কি পাপে দংশ হলো তাদের মধ্যে যারা একটু বড় হলো মাটি দিয়ে না হেটে আসমানে পা রাখে ।
অন্যায় অবিচার নিপীড়ন চালাছে আজ দেশে সুদ ঘুষ বেড়ে গিয়ে নষ্ট হলো দেশ।
কার কথা কে শোনে বাঘের গাল ভেড়া চাটে।
সত্যোর পথে নেয়য়ের কথা বললে আজ ফাসি ।
একি দিন হলো মোর দেশে।
সত্যোর বিপদ বেশি মিথ্যার জয় নষ্ট মানুষ বেশি কথা কয়।
কবির কবিতা প্রকাশ করতে চায় সত্যোর জয় যদি সমর্থন করে পাঠক ভাই।
Please follow and like us: