পার্বতীপুরে নিজ শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তিরা হলেন, স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মঞ্জু জানান- রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপু্ত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার দিবা ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। এতে করে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে।
Please follow and like us: