বীর বিক্রমী লড়াকু সৈন্য সদা দিবস-যামী
জন্ম সূত্রে মানুষ হলেই হয় কী সে মানুষ?
থাকতে হয় তাঁর মনুষ্য আর’ মান-বিবেক হুঁশ
কাজে কর্মে ধর্মে মর্মে মানবতায় দামি।
এমন একজন পেলাম মোরা
সুস্থ সমাজ গড়ার স্বরূপ সেরা
মুক্তাগাছায় এলেন ‘ওসি বিপ্লব কুমার বিশ্বাস
তাকে পেয়ে জনগণে জনমনে খুশির ছাড়ে নিঃশ্বাস।
দেশের সেবায় দশের সেবায় নিবেদিত প্রাণ
দায়িত্ব আর সুশাসনে সদা’ই মূর্তিমান,
ধন্য বলি তাহার পিতা মাতা ‘ধন্য জন্মস্থান,
মরে গেলে চিতায় পুড়ে- মরে না তাঁর কর্ম অর্ঘ্য মান।
খ্যাতি ‘যস’ আর কর্ম সনদ স্মৃতি হয়ে থাকুক
কুমার হয়ে বিশ্বাসিতে বিপ্লবী মন রাখুক
মুক্তাগাছা থানা বাসী হৃদয় থেকে ভালোবাসি
আশীষ, দোয়া-ভালোবাসা’ সতত- শুভ কামনা,
ভালো থাকুন সব সময়ে সর্বক্ষণে
এটাই মোদের সদা চাওয়া -মনের বাসনা।
মুক্তাগাছা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা
অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এর
ব্যক্তিত্ব, কর্ম ও কর্তব্যের সাফল্য নিয়ে সংকলিত কবিতা।