বগুড়ার জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাঙালী নদীর ভাঙ্গন রোধে নদীর পাড় বাঁধাই ও খনন কাজের স্থান পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মোঃ লিয়াকত আলী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমল হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য- প্রতি বছর বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলীন হয়ে যায় – প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। গত বছর ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন এর প্রচেষ্টায় এবং মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর সহযোগিতায় চার হাজারটি বালুভর্তি জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যায়নি নিমগাছি পশ্চিমপাড়ার উত্তর পাশের বসতবাড়ি।