কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এলজিএসপি -৩, ভূমি হস্তান্তর কর ও ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর সভাপতিত্বে ২৬শে সেপ্টেম্বর শনিবার সকালে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব। বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন।
আরো উপস্থিত ছিলেন- ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য আবদুর রহিম খোকন, অজয় কুমার শীল ভুট্টু, এস এম ফেরদৌস রাসেল, জাহানারা বেগম, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন গুলো বিতরণ করা হয়।