মোঃ ওয়াশিম রাজু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিন বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মকলেছুর রহমান মকে।
এই উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি বলেন, মান্দা উপজেলা পরিষদের উপপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৬ সেপ্টেম্বর দাখিলকৃত এ দুটি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখিত, গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম জসিম উদ্দিন মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। স ম জসিম উদ্দিন ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।