সজীব চন্দ্র,স্টাফ রির্পোটারঃ
কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজারের পূর্ব পার্শ্বে নির্মাণাধীন ক্যাপ্টেন এম মনসুর আলী ইকো পার্কের পূর্বধারে নদীর তীর রক্ষার জন্য সিসি ব্লক দিয়ে চলাচলের জন্য রাস্তা রয়েছে।
সেখানে ভোর বেলা অনেক মানুষ হাটতে আসে কিন্তু কয়েক মাস ধরে এই রাস্তার পুরাটা খড় বাধার জন্য বন্ধ করে রাখে এতে সকালে যে সমস্ত মা-বোনেরা হাটতে আসছে তারা বিব্রত অবস্থায় পড়ছেন,এমনকি পুরুষ যারা তাদের ও খড়ের ব্যারিকেড পার করতে হিমসিম খেতে হয়।
ঢেকুরিয়া হাটের পার্শ্ববর্তী সকল রাস্তা ভোর থেকেই অটো ভ্যান সহ সব যানবাহন চলাচল করে। যার কারণে মধ্য বয়স্ক ও বয়স্ক মা-বোনেরা রাস্তায় হাটাহাটি করতে পারেন না। তাই বাধ্য হয়ে ইকো পার্কে হাঁটতে আসেন।
এই বিষয়ে স্থানীয় লোকজন জানান কিছু অসাধু ব্যাক্তির যোগসাজসে এভাবে পার্কের রাস্তা দখল করে প্রতিনিয়ত খড়ের নৌকা বোঝাই করে,এই বিষয়ে স্থানীয়রা আরও জানান এই বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত সমাধান চান হাটতে আসা জনসাধারণ ও মা-বোনেরা।