সোমবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শাহিন রেজা(১৮) নামের এক কলেজ ছাত্রকে ৪০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহীন রেজা উধুনিয়া দক্ষিণ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বরগুনা পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায় এই মহলটি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকের ব্যবসা করছে। মানসন্মানে ও সন্ত্রাসী আচারন করে এই ভয়ে তাদের বিরুদ্ধে সাধারন মানুষ মুখ খুলতে সাহস পায়নি। কলেজ ছাত্রের নাম ভাঙ্গিয়ে এতোদিন এ ধরনের অপকর্ম করেছে বলে এলাকাবাসীর অভিযোগও রয়েছে শাহিনের বিরুদ্ধে।
উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামের রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে শাহীন রেজা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উধুনিয়া বাজারের পুর্ব পাশ্বে সড়ক সেতু সংলগ্ন ইউনুস আলীর বাড়ীর দো’চালা টিনের ঘরের পাশে গাঁজা বিক্রিরত অবস্থায় শাহীন রেজাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার ব্যাগ ও শরীর তল্লাসী করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম ও হাসান নামের অন্য দুই ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লেখিত ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম জানান, ৪০০ গ্রাম গাঁজাসহ শাহীন রেজা ও তার অপর দুই সঙ্গীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার শাহীনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত অপর দুই জনকে দ্রুত গ্রেফতার করা হবে।