পাবনা -০৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলা অঞ্চল) আসনের মাননীয় সাংসদ ও ভূমিমন্ত্রণালয় সম্পর্কিত সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের স্ত্রী (সহধর্মীনি) গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংসদ মকবুল হোসেন কে সকল কর্মে সার্বিক সহযোগিতা ও জনকল্যাণে উৎজ্জীবিত করণের এই মহিয়সী অর্ধাঙ্গী নারী গুরুতর অসুস্থ্য হওয়ায় তাঁর পরিবারের সদস্যরা চিন্তিত ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কায়ার হাসপাতাল লিঃ-এ ভর্তি করে চিকিৎসা চলছে।
তাঁর ঘনিষ্টজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা -০৩ এর সাংসদ মহোদয়ের অর্ধাঙ্গীনির শারীরিক অবস্থা উল্লেখ যোগ্য ভাল নয়। চিকিৎসাধীন মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২০ সেপ্টেম্বর রবিবার তাঁকে অপরেশন করা হবে।
ইতোমধ্য, পাবনা-৩ এর নির্বাচনী এলাকার (চাটমোহর -ভাঙ্গুড়া -ফরিদপুর) তিনটি উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগিতা সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে পাবনা-৩ আসনের এমপি মহোদয়ের সহধর্মীনির দ্রুত রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অব্যাহত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে মেয়র গোলাম হাসনাইন রাসেল তার মায়ের আশু রোগ মুক্তি ও সুস্থ্য হয়ে পরিবারের মাঝে ফিরে আসুক, সবার নিকট এই দোয়া- প্রার্থনা করেছেন।