চাটমোহর প্রতিনিধি, পাবনা জেলার চাটমোহরে পেঁয়াজের বাজারমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম স্থানীয় কাঁচামালের আড়ৎ মালিকদের সাথে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর অফিস কক্ষে মতবিনিময় করেছেন।
মতবিনিময়কালে চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব, কোষাধ্যক্ষ মো: ইউনুস আলী, নির্বাহী সদস্য মো: সাইফুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে উপস্থিত কাঁচামালের আড়ৎ মালিকদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। কাঁচামালের আড়ৎ মালিকদের পক্ষে মো: আজিবর রহমান, মো: মকবুল হোসেন, মো: সাইফুল ইসলাম আলোচনায় অংশ নেন। মতবিনিময় সভায় চাটমোহর পুরান বাজার ও চাটমোহরের নতুন বাজার এলাকার কাঁচামালের আড়ৎ মালিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় বাজার গুলোয় ইতিমধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বুধবার স্থানীয় বাজারে সবচেয়ে ভালমানের পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও আজ বৃহস্পতিবার স্থানীয় বাজারে একই মানের পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। আগামী ২/৩ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের মূল্য আরও হ্রাস পাবে বলে আশাকরা হচ্ছে।