মোঃ ওয়াশিম রাজু নওগাঁ : সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর এক লক্ষ তালগাছ ও বৃক্ষরোপনের কর্মসূচীর অংশ হিসাবে,
আজ রবিবার সকালে নওগাঁ জেলা কোর্ট চত্বরে সামনে আধা কিলোমিটার বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জয়যাত্রা টিভি, ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ফরমান আলী, সৃষ্টি টেলিভিশন ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা বিশেষ প্রতিনিধি অন্তর আহম্মেদ প্রমুখ।
এ সময় সাংবাদিক মাহমুদুন নবী বেলাল বলেন, বর্তমানে আমাদের দেশে অধিক পরিমান গাছ কাটার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নস্ট হচ্ছে।জালানির জন্য অধিক পরিমান বৃক্ষ কাটা হচ্ছে।কিন্ত সেই তুলনায় বৃক্ষ রোপন করা হচ্ছে না।ফলে পৃথিবীতে আদ্রতা বৃদ্ধি পাচ্ছে।পশু, পাখির অভয়ারন্য হ্রাস পাচ্ছে। আমাদের পরিবেশকে এমন বির“প পরিস্থিতির হাত থেকে বাঁচাতে আমার এই কার্যক্রম।