জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
গাছের চারা বিতরন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনে মহাসচিব মোঃ তানভির মতিন চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন আহবায়ক এটিএম মামুন, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজীব, সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোর্শেদ মতিন চৌধুরী, উপজলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নাজিম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, জনার্দন দেবশর্মা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোতালেব।