চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের সুরজত আলী হাজী বাড়িতে একটি নিরীহ পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষ। জানা যায়, কালু মিজিরা ৫ ভাই। পিতার পৈত্রিক সম্পত্তি ৪ ভাই ভোগ দখল করে আসছে। তার আপন ভাতিজা কাদির মিজি ১৫/২০ দিন যাবত কালু মিজির ঘরের সামনে টিন দিয়ে বেড়া দিয়ে রাখে। যার ফলে কালু মিজির পরিবারের ৮ সদস্য ঘর হতে বের হতে পারছে না।
কালু মিজি জানান, আমার এক ভাতিজা পুলিশে, আরেক ভাতিজা সেনাবাহিনীতে চাকুরি করে বলে তারা দিন মজুর হিসেবে আমার উপর প্রভাব খাটিয়ে বেড়া দিয়ে রাখে। আমরা ঘর হতে বের হতে পারি না। তারা বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে।
কালু মিজি আরো বলেন, আমার জায়গা না থাকায় ঘরের পাশে টয়লেট নির্মাণ করেছি। তারা বলছে, টয়লেট দিয়ে তাদের রাস্তাটি বন্ধ করেছি। আমার টয়লেট আমার ঘরের পেছনে। আর তারা বেড়া দিয়েছে আমার ঘরের সামনে দিয়ে। যেদিক দিয়ে আমার ঘরের সবাইকে বের হতে হয়। বর্তমানে আমরা অসহায় হয়ে পড়েছি। আর ঘর হতে বের হতে হলে পেছন দিকে বাগানের ভেতরে পানি দিয়ে বের হতে হয়। এ ব্যাপারে আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।