মাহফুজ রহমান,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের উদীয়মান অর্থনৈতিক অঞ্চল ও শিক্ষা কেন্দ্র নজিপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেন পত্নীতলা উপজেলার সর্বস্তলের জনগণ।
বৃহস্পতিবার সকাল ১০টায় নজিপুর বাসষ্ট্যান্ড চৌরাস্তায়, রাইসুল ইসলাম ও রেজা রায়হানের সঞ্চলনায় মানববন্ধনের আয়োজন করেন সেচ্ছাসেবী সংগঠন, অদম্য নজিপুর সহ উপজেলার অনন্য সংগঠনের সকল সদস্য বৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুল গাফ্ফার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরীর, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্রলীগের সা: সম্পাদক আরাফাত হোসেন পারভেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফিরোজ আলী, অদম্য নজিপুর সংগঠনের সদস্য তোহা চৌধুরী, আব্দুল আওয়াল, জোবায়ের, ইমার সহ পত্নীতলা উপজেলার সর্বস্থলের জনগন।