গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি;সোনাগাজী উপজেলার ভোর বাজারে সামাজিক সেচ্ছাসেবী সংস্থা অন্তর সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠান সংস্থার ভোরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অন্তর এর উপপরিচালক আবদুল্লাহ আল মহিউদ্দিন সানি’র সভাপতিত্বে এম নাছির উদ্দিন ও মনসুর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন মাহমুদ লিপটন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন- শুধুমাত্র মুখস্থ বিদ্যা অর্জন করে নয়, মনোযোগ দিয়ে সঠিক শিক্ষাগ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, অন্তর এর আঞ্চলিক ব্যবস্থাপক আফজাল মিয়া চৌধুরী, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, চিপ একাউন্টস অন্তর রেজাউল করিম সুজন, অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জনপ্রতি ১২ হাজার টাকা করে ১৪ জনকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।