টাঙ্গাইলের গোপালপুরে ৭ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ. রাজ্জাক (৩২) নামে মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার নেয়ামতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সে পৌরশহরের আভূঙ্গী চর আল হেলাল নূরানি মাদ্রাসার শিক্ষক। শিশুটি ওই মাদ্রাসার নার্সারীর ছাত্রী।
থানার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গত ১ সেপ্টেম্বর ছাত্রীটি শিক্ষক আ. রাজ্জাকের নিকট প্রাইভেট পড়তে মাদ্রাসায় যায়। দুপুরের দিকে ছাত্রীটিকে একা পেয়ে প্লে ক্লাসরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে শিক্ষক। শিশুটির কান্নাকাটি ও ডাকচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে তার মা বাদী হয়ে ওই শিক্ষককে আসামী করে গোপালপুর থানায় এজাহার দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। ওসি মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।