ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন।
রাষ্ট্রপতির আনুমোদনে মমতাজ উদ্দিনকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অধ্যাপক হিসেবে চাকরির বয়স শেষ হওয়ার পর মূল পদে প্রত্যাবর্তন করে অবসর নিয়ে কোষাধ্যক্ষ হিসেবে বাকি মেয়াদ পূরণ করতে পারবেন তিনি।
কোষাধ্যক্ষ হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিনের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়। এরপর থেকে পদটি ফাঁকা ছিল।
Please follow and like us: