ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী পিপলস কিন্ডার গার্টেন স্কুল মাঠে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
এতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি সাইফুল্লাহ কলম, সহ-সভাপতি এ্যাডঃ সৈয়দ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুলফিকার আলী শাহ্,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওমর ফারুক পান্না, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।