সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের জলাশয়ে প্রায় সাড়ে ৩ শ’ কেজি কার্প জাতের রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পারভীন রোজিনা, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: