জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক ও কথাশিল্পী রাহাত খানের প্রথম জানাজার নামজ অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট এই সাংবাদিক শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসবভনে মারা যান তিনি। প্রেসক্লাবে জানাজায় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জানাজা শেষে রাহাত খানের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সামাজিক, রাজনীতিক ও সাংবাদিক সংগঠন। এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।
রাহাত খানের মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেছেন। একুশে প্রদকপ্রাপ্ত একজন লেখক। প্রগতিশীল চিন্তা চেতনার একজন মানুষ। আজীবন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন, লিখেছেন। তিনি শুধু সাহিত্যিক ছিলেন তা নয় তিনি একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন। এ বরেণ্য সাংবাদিক সংবাদপত্র জগতকে সমৃদ্ধ করে গেছেন। আমরা তার বিদেহেী আত্মার মাগফেরাত কামনা করি।জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, তিনি চলে যাওয়ায় তার স্থান (সাহিত্য ও সাংবাদিকতা) শূণ্য হয়ে গেছে। তার অভাব অপূরণীয়। বাংলার মানুষ তার সৃষ্টিতে তাকে আজীবন স্বরণে রাখবে।এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাহাত খান দীর্ঘদিন থেকে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এছাড়া করোনার কারণে তিনি সার্বক্ষণিক বাসাতেই অবস্থান করছিলেন।