মোঃ আব্দুল্লাহ আল কফী, জয়পুরহাট,প্রতিনিধি :-
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউপির নুনুজ গ্রামের বাবুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাল্গুনী(২২) নামে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বিকৃত কন্যা শিশু সন্তান প্রসব করেন।
বাবুল বলেন , পেটে ব্যাথা উঠলে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করলেও মন না মানায় সেখানে সেবা ক্লিনিকে নিয়ে গেলে বিস্তারিত জানার পর পরীক্ষা-নীরিক্ষা করে তারাও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া রেফার করলে পথিমধ্যে সন্তানের চোখ, কান বিহীন, মাথা দ্বী-খন্ডিত, নাক বন্ধ এবং গায়ে ডোরাকাটা সন্তান প্রসব করলে বাড়িতে ফিরে আসি।
ফাল্গুনীর শাশুড়ি জানান, সন্তানের বিকৃতি চেহারা দেখে আমরা ভয় পেয়েছিলাম এবং সন্তান মারা গেছে ভেবে বাড়ি ফিরে আসার পর দেখি বেঁচে আছে । আজ শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে সন্তানের মৃত্যু হয় তবে, সন্তানের মা সুস্থ আছে বলে তিনি জনান।