জয়ন্ত রায় বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিতে নির্ভর করে জীবন ধারণ করে দেশের প্রায় সকল মানুষ। কৃষি প্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ অঙ্গীকার আপনার আমার সকলের। কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষে মাসকালাই চাষে উৎসাহ প্রদান করে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আগ্রহী কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সাধকের বড় সাধক। আপনারা আমাদের দেশের খাদ্যের শতভাগ যোগানদাতা। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। সকলের জন্য খাদ্য উৎপাদন করেন। আপনাদের কাছে পুরো দেশ, সকল জাতি চির কৃতজ্ঞ। দেশ রক্ষার্থে আপনাদের পরিশ্রমের ভূমিকা অপরিসীম। আপনারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে হাড় ভাঙ্গা শ্রম দিয়ে দেশের জন্য ফসল ফলান। আপনার মাসকালাই উৎপাদন করে নিজেরা উপকৃত হবেন ও প্রতিবেশীদের খাবারের অভাব পূরণে ভূমিকা রাখবেন এ আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু সৈয়দ হোসেন, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল,বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান প্রমুখ।
জয়ন্ত রায়;বোচাগঞ্জ, দিনাজপুর, মোবাঃ
01713726800