মোঃআঃমজিদ মন্ডল (সম্রাট),নওগাঁ ;নওগাঁর মান্দায় ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ২৫ (আগষ্ট) বুধবার বিকালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতারন করা হয়েছে।
নূরুল্যাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ স্বাধীন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ করা হয়।
দক্ষিণ নূরুল্যাবাদ গ্রামের মৃত গোউর হালদারের ছেলে গৌতম কুমার হালদার ও একই গ্রামের আব্দুল মান্নান শাহ ছেলে সামিম হোসেন কে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। তারা দুজন অত্যান্তর গরীব হওয়াই মানবেতর জীবন যাপন করছিল।
সা.সম্পাদক মোস্তাক আহম্মদ ভুট্রু জানান,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব সিদ্দিকা রুমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পরিদর্শনে আসলে প্রতিবন্ধীদের অসহায়ত্বের কথা জানানো হলে হুইল চেয়ার গুলো বিতারনের জন্য আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেন। যা আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিতারন করা হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরন করতে পেরে ভাল লাগছে। পরবর্তীতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান লিটু, ১নম্বর ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, ৮ং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব হাসান ফিরোজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিদ্যুৎ কুমার দাস, গজেন হাওলাদার, আবুল কাশেম,আবুল ও আব্দুল মালেক মিঠুন প্রমুখ।