গাজীপুর সিটি কর্পোরেশনের “গাছা থানা ” একটি অতি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। কিছু দিন আগেও অধিক গন- বসতির বৃহৎ থানাটি ছিল – চুরি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের আতুর ঘর। ক্রাইম আক্রান্ত থানাটিতে ও সি তদন্ত হিসেবে বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ অফিসার ” মালেক খসরু ” ভাই দায়িত্ব নেওয়ার পর অপরাধের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষণা করে আজ তিনি সফল। এখানে ক্রাইম শূন্যের কোঠায়।
মানবিক প্রয়োজনে পুলিশই জনগণের বন্ধু তা প্রমাণ করেছেন তিনি গাছায় মহামারী করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সম্মানিত সকল পুলিশ সদস্য সহ পুরো টিমকে সকল কাজে জনতার পাশে থাকার জন্য গাছা বাসির পক্ষ থেকে জানাই লাল সালাম।
Please follow and like us: