ডুমুরিয়ায় ট্রাকের চাপায় এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে।২৪শে আগস্ট সোমবার সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে আঠারো মাইল গরুর হাটের কাছে এ ঘটনা ঘটেছে। একটি যত্রিবাহি ভ্যান রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাক ক্রস করতে গেলে সামনের দিক থেকে আর একটি দ্রুতগামি ট্রাক দেখতে পায় তখন দ্রুত ক্রস করার চেষ্টা করলে ভ্যান থেকে বৃদ্ধ লোকটি রাস্তায় পড়ে যায়,তখন বিপরীত দিকথেকে আসা দ্রুতগামী ট্রাকটি বৃদ্ধের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যুহয়। নিহত বৃদ্ধের নাম মোহর আলী মোড়ল এবং তার গ্রাম কেশবপুরের হদ মাগুরখালী বলে যানা যায়।তিনি সোমবার সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে ছেলের শশুর বাড়ি বেড়াতে আসেন। খর্নিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ তাদের জিম্মায় রেখেছেন বলে নিশ্চিত করেন।