বগুড়ার ধাওয়া পাড়া ঘরে ঢুকে এক বৃদ্ধা মহিলা কে শ্বাসরোধ করে হত্যার পরে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে এক জন আটক হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল সাড়ে চার টায় স্থানীয়রা হত্যা ও চুরির ঘটনার পরে এক যুবককে আটক করে পুলিশের হাতে দিয়েছে।
এবিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা জানান,সোমবার বিকাল সাড়ে ৪ টায় দুই যুবক মদ্ধ্য ধাওয়াপাড়া এলাকার একটি বাড়ীতে ঢোকে চুরির উদ্দেশ্য। এ সয়ম বাড়ীতে ৭০ বছর বয়সী বৃদ্ধা শামসুন নাহার ছারা আর কেউই ছিলেন না।এই সময় দুই যুবক বৃদ্ধা কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পরে বৃদ্ধার গায়ে থাকা স্বর্ণালংকার নগদ তিন হাজার টাকা দুই টি মোবাইল চুরি করে। এর পর বাড়ীর অন্যান্য মালামাল চুরির সময় নিহতের ছেলে সোহেল রানা বাড়ীর মুল দরজায় দাড়িয়ে তার মাকে ডাকা ডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে দেওয়াল টোপকে বাড়ীর ভিতরে ঢোকেন।
এসময় দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা এক জনকে আটক করেন। পরে শামসুন নাহারের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।দুই যুবকের মদ্ধে তাহেরান নামে এক জনকে আটক করা হয়েছে। আরেক জন যুবককে আটক করতে অভিযান চলছে।