রাজশাহীর গোদাগাড়ী ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ।
আজ ২২শে আগষ্ট শনিবার বিকাল তিনটার সময় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শহীদ ফিরোজ চত্বর হতে একটি শোকর্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও ২১শে আগষ্ট শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আব্দুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী মাননীয় সংসদ সদস্য
রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মাসুম, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ অয়েজুদ্দীন বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ , পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদ রানা,(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাকিল, মোঃ সানাউল্লাহ সানা, মোঃ ইসহাক, মোঃ কায়েশ, সোহাগ, সহ আরো অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।