বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে গ্রামীণফোনের সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরসভার নিম্ন অঞ্চলের বানভাসি মানুষের মাঝে ৭৫০ পরিবারের মধ্যে ফুড প্যাকেজ (প্রতি পরিবার ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার খাবার তেল, সুজি ০.৫ কেজি, লবণ ১ কেজি) বিতরণ করা হয়েছে ।
শনিবার (২২আগষ্ট-২০২০) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম,মনসুর আলীঅডিটোরিয়ামে উক্ত বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর গভর্ণিং বডির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি।এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ ইউনিটের সুযোগ্য সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কে, এম হোসেন অালী হাসান এবং ইউনিটের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনসহ অাজিবন সদস্যবৃন্দ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সন্মানিত ভাইস চেয়ারম্যান অালহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান।