রাষ্ট্রয়াত্ব পাটকল বন্ধ করা চলবে না,দু্র্নীতি, ভূলনীতি, লুটপাট বন্ধ করে,পাটকল চালু ও আধুনিকায়ন করার দাবিতে -শুক্রবার (২১আগষ্ট) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ জেলা সিপিবি অফিসে জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভায় সভাপত্বিত করেন, সিপিবি জেলার সভাপতি ইসমাইল হোসেন।
বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক, নব কুমার কর্মকার,জাতীয মুক্তিকাউন্সিলের নেতা, বরকত উল্ল্যা, মজদুর ইউনিয়নের সাবেক নেতা, শহিদুল ইসলাম,বাসদ নেতা,পলাশ ঘোষ, সিপিবি নেতা, আলী হোসেন, শ্রমিক ফ্রন্ট নেতা, সন্তোস কুমার বাবু,পাট চাষী রফিকুল ইসলাম, টুয়েসষ্টিং শ্রমিক নেতা মমিরুল ইসলাম মুন্না,বাবুর্চি ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম,রিক্সা শ্রমিক ফ্রন্টের কবির হোসেন সহ আরো অনেকে।
Please follow and like us: