এইচ এম একরাম, চট্টগ্রাম প্রতিনিধি ; আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ সহ ৩ জন কে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশের এসআই খায়রুজ্জামান, এসআই ইকরামুজ্জান, এসআই জুয়েল, এএসআই রেজাউল করিম মামুন সহ সঙ্গীয় ফোর্স পরৈকোড়া ইউনিয়নের যোগেশ চন্দ্র ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড়ের উপর পুলিশ অভিযান চালিয়ে এ চোলাই মদ সহ ০৩ জন কে গ্রেপ্তার করেছেন।
আটককৃত আসামী হলেন, উপজেলার পরৈকোড়া ইউনিয়নের আচার্য পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে আমির হোসেন (৪২), ভিংরোল গ্রামের মোছলেহ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৭), পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)
এ প্রসঙ্গে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইউনিয়নে অভিযান চালিয়ে মাদকদ্রব্য পাচারের সময় হাতেনাতে আসামীকে আটক করা হয়। এ সময় আসামীর কাছ থেকে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার সহ ০৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।